আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কী?
Answers
Step-by-step explanation:
চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্র হলে তাকে আয়ত বলে।
আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। অন্যভাবে বললে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে। সুতরাং আয়তক্ষেত্র হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি । তাই আয়তক্ষেত্রকে সমকোণী চতুর্ভুজ (equiangular quadrilateral) বলা হয়।
নির্ণয় করতে হবে :-
আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য
পূর্ব ধারণা :-
চতুর্ভুজ :-
চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে
সামান্তরিক :-
যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে
উত্তর :-
আয়ত :-
যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90° তাকে আয়ত বলে
আয়তক্ষেত্র :-
আয়ত দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে
━━━━━━━━━━━━━━━
অতিরিক্ত তথ্য :-
আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য :
1. আয়তক্ষেত্রের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় ।
2. আয়তক্ষেত্রের দুজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় ।
3. আয়তক্ষেত্রের প্রতিটি কোণের পরিমাপ 90°
4. আয়তক্ষেত্রের কর্ন দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
1. মৌলিক উৎপাদক কাকে বলে?
https://brainly.in/question/26961589
2. চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য
https://brainly.in/question/23997497