Physics, asked by hajrakamal1972, 5 months ago

প্লবতা কাকে বলে?ও কী কী বিষয়ের উপর নির্ভর করে?​

Answers

Answered by thakurshipra408
22

প্লবতা কাকে বলে ?

ঊঃ- স্থির তরল ও গ্যাসীয় পদার্থ কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে , যা নিমজ্জিত বস্তুর ওজন কে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিতি করতে চায় । তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে ।

প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে ?

ঊঃ- কোন তরলের ডোবানো কোন বস্তুর উপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে -

(i) অপসারিত তরলের আয়তন : অপসারিত তরলের আয়তন যত বেশি হবে , প্লবতা তত বেশি হবে ।

(ii) তরলের ঘনত্ব : ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা যত বেশি হবে ।

(iii) অভিকর্ষজ ত্বরণ : সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ g - এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে ।

Similar questions