Biology, asked by soma05nayak, 3 months ago

মরু অঞ্চলের বৈশিষ্ট লেখো​

Answers

Answered by anamikadebnathkol2
0

Answer:

এশিয়া মহাদেশের আরব মরুভূমি এবং ভারত ও পাকিস্তানের থর মরুভূমি অঞ্চলে ক্রান্তিয় মরু জলবায়ু দেখা যায় ।

ক্রান্তিয় মরু জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) চরমভাবাপন্ন জলবায়ু,

(২) দিনে প্রচন্ড উত্তাপ ও রাতে অস্বাভাবিক ঠান্ডা,

(৩) উত্তপ্ত গ্রীষ্ম কাল । গ্রীষ্মকালীন গড় উত্তাপ ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও মধ্যাহ্নে ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোয় ।

(৪) মধ্যম উষ্ণ শীতকাল । শীতকালীন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস ।

(৫) অতি সামান্য বার্ষিক বৃষ্টিপাত । বছরে গড়ে ২৫ সেমি বৃষ্টিপাত হল এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ।

Explanation:

Similar questions