(১) গৌরাঙ্গের বাল্যলীলা’ পদটি কার রচনা?
Answers
Answered by
3
Answer:
মুরারি গুপ্ত ষোড়শ শতকের (১৫০১-১৬০০ খ্রিস্টাব্দ) একজন বৈষ্ণব পণ্ডিত এবং লেখক। বাংলাদেশের সিলেটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। মুরারি গুপ্ত ১৫১৩ খ্রিস্টাব্দে “শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত” রচনা করেন। সংস্কৃতে লিখিত এই চৈতন্য জীবনীগ্রন্থ কয়েকটি খণ্ডে বিভক্ত। এতে চৈতন্যের জীবনের সমস্ত কর্মকাণ্ড বর্ণিত হয়েছে। গ্রন্থটি মুরারি গুপ্তের কড়চা নামে খ্যাত। এটি শ্রীচৈতন্যের প্রামাণ্য জীবনী হিসেবেও সর্বজন স্বীকৃত।
Similar questions