Physics, asked by osman34, 5 months ago

'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত ?
খ, একাই বর্তমান সময় এক বেদনায় যুগ' বলতে কী বুঝিয়েছেন?​

Answers

Answered by deeshitamaitykolkata
2

Answer:

1. 'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে সংকলিত.

নারীকে পুরুষের সমান অধিকার ও মূল্যায়ন করার বিষয়টি উঠে এসেছে বলে কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলেছেন।

খ..কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতায় বলা হয়েছে যে, বর্তমান যুগ সম-অধিকারের যুগ। এ যুগে নারী-পুরুষ সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। পুরুষের অবদান যেমন সর্বক্ষেত্রে স্বীকৃতি পায়, তেমনি নারীর প্রতিটি কাজকেও মূল্যায়ন করতে হবে। তাদের দুঃখ-বেদনাকেও পুরুষ সমভাবে অনুভব করবে, এটা এখন সময়ের দাবি এবং একই সঙ্গে কবির প্রত্যাশা। তাই বর্তমান যুগ সম্পর্কে উপর্যুক্ত মন্তব্যটি করা হয়েছে।

Similar questions