Geography, asked by masumalam0377, 5 months ago

১) প্রশান্ত মহাসাগর থেকে যেসব সমুদ্রস্রোতের উৎপত্তি হয় তার সম্পর্কে আলোচনা করো?
উত্তর:
১)ভুমিকা: প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর মোট আয়তন পৃথিবীর স্থলভাগের মিলিত আয়তন এর চেয়েও বেশি প্রশান্ত মহাসাগরের স্রোত গুলির বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় -এই মহাসাগরের উত্তর ভাগের স্রোত সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয় কিন্তু দক্ষিণ দিকের ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত প্রশান্ত মহাসাগরের স্রোত গুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।


২) কুমেরু স্রোত; কুমেরু স্রোতের একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত রূপে পশ্চিম দিকে প্রবাহিত হয়.



৩) পেরু স্রোত;পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েল্স স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছায় এবং দক্ষিণে এসে পেরু স্রোত ও শীতল হাম্বল নামে উত্তর দিকে প্রবাহিত হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর সঙ্গে মিলিত হয়।


৪) দক্ষিণ নিরক্ষীয় স্রোত; পেরু স্রোত ও শীতল হাম্বল্ড স্রোত ক্রমশ উত্তর দিকে এগিয়ে নিরক্ষরেখার কাছাকাছি পৌঁছালে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে দক্ষিণ অস্ট্রেলিয়ার মহাদেশের দিকে প্রবাহিত হয় এটি একটি উষ্ণ স্রোত।



৫) নিউ সাউথ ওয়েল্স স্রোত;-উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত পশ্চিম দিকে গিয়ে ওশিয়ানিয়ার কাছে পৌঁছালে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় এর একটি দক্ষিণদিকে নিউ সাউথ ওয়েল্স অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হয় কুমেরু স্রোতের সঙ্গে মিশে যায় এরপর শাখাটি উত্তর-পশ্চিম দিকে গিয়ে এশিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে এবং নিরক্ষীয় স্রোত মিলিত হয়। এটি একটি উষ্ণ স্রোত।
৬) উত্তর নিরক্ষীয় স্রোত;-থেকে বিস্তার লাভ করেছে ।এটি একটি উষ্ণ স্রোত।



৭) জাপান স্রোত বা কুরোশিও স্রোত;-উত্তর নিরক্ষীয় স্রোত ইন্দোনেশিয়ার কাছে এসে উত্তরমুখী হয়ে এশিয়া মহাদেশের জাপান ও তাইওয়ানের পূর্ব উপকূল
ধরে উষ্ণ স্রোত এর একটি শাখা জাপানের পূর্ব উপকূলে থেকে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে সুশিমা স্রোত নামে অগ্রসর হয়।



৮) উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত;- পশ্চিমা বায়ুর প্রভাবে জাপান এর অপর একটি শাখা উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে জাপানের পূর্ব উপকূল থেকে প্রবাহিত হয়।


৯) কলিফর্নিয়া স্রোত;-উত্তর প্রশান্ত মহাসাগরের উত্তর আমেরিকা মহাদেশ পশ্চিম উপকূলে পৌঁছানোর পর ক্যালিফোনিয়ার কাছে দক্ষিণমুখী হয়ে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত নামে প্রবাহিত হয়।
১০) আলাস্কা বা অ্যালুসিয়ান স্রোত;-উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এর একটি শাখা আরো উত্তর দিকে অগ্রসর হয় আলাস্কা বা অ্যালুসিয়ান স্রোত নামে আলাস্কা উপকূল ও অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জে মিলিত হয়। এটি একটি উষ্ণ স্রোত

Answers

Answered by Anonymous
1

Answer:

The troposphere is the lowermost and densest layer. It's height varies from 18 km at the equator to 8 km at the poles.

Similar questions