Physics, asked by roykshirod513, 6 months ago

অম্ল বৃষ্টির ফলে মার্বেল পাথরের গায়ে. ন্ডে ক্ষত সৃষ্টি হয় তাকে কি বলে

Answers

Answered by Anonymous
0

Explanation:

অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি হলো একধরণের বৃষ্টিপাত যেক্ষেত্রে পানি অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে পানির পি.এইচ ৭ এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে এসিড উপস্থিত থাকে।

নানাবিধ অম্লধর্মীয় অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে এসিড বৃষ্টির সৃষ্টি হয় এবং বেশির ভাগ ক্ষেত্রেই বৃষ্টির পানির pH ৫.৬ এর সমান বা কম হয়ে থাকে। এই বৃষ্টির ফলে গাছপালা, পশু-পাখি, জলজ প্রাণী, জীব-জন্তু, দালান-কোঠা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নানা ধরনের কল-কারখানা থেকে নির্গত সালফার-ডাই-অক্সাইড (SO2), সালফার-ট্রাই-অক্সাইড(NO3), নাইট্রোজেন-ডাই-অক্সাইড (NO2) সহ আরও নানা ধরনের গ্যাস বাতাসের জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। এসিড বৃষ্টির হাত থেকে বিশ্বকে রক্ষার্থে বিভিন্ন দেশের সরকার ১৯৭০ সালের দিকে কারখানা থেকে এইসব.

__________&&

Similar questions
Math, 11 months ago