History, asked by farzanatammi, 4 months ago


ক. কে সকাল বেলার পাখি হতে চায় ?
খ. মা রাগ করে কী বলবেন?
গ, খােকা মাকে আলসে মেয়ে বলছে কেন?
ঘ. আমি কখন ঘুম থেকে উঠি?

Answers

Answered by selamawitkassaye983
5

please write in english....I can't understand this kinda language

Answered by Anonymous
3

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরুপ -

প্রশ্নগুলির উদ্ধৃতি :

  • উদ্ধৃত প্রশ্নগুলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত খোকার সাধ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।

উত্তরসমূহ :

  1. কবিতায় বলা হয়েছে, "আমি হবো সকালবেলার পাখি"। যেহেতু, সমগ্র কবিতাটি খোকার নিজস্ব জবানীতে বলা হচ্ছে তাই এখানে 'আমি' বলতে খোকার কথাই বলা হয়েছে। অর্থাৎ, খোকা সকালবেলার পাখি হতে চায়
  2. মা রেগে গিয়ে খোকার উদ্দেশ্যে বলবেন, "হয়নি সকাল,ঘুমো এখন।" এখানে খোকার খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরিপ্রেক্ষিতেই খোকার মায়ের এমন বক্তব্য।
  3. খোকা মা'কে আলসে মেয়ে বলছে কারণ, খোকার মা খোকাকে খুব ভোরে ঘুম থেকে ওঠা থেকে প্রতিহত করে আবার ঘুমাতে বলেছিল সেইজন্য
  4. আমি অর্থাৎ খোকা সূয্যিমামার জাগার আগেই (অর্থাৎ খুবই সকালে) ঘুম থেকে ওঠে।

অতএব, আমরা "খোকার সাধ" নামক কবিতা থেকে উদ্ধৃত প্রশ্নোত্তরের সমাধান করে ফেললাম।

Similar questions