ক. কে সকাল বেলার পাখি হতে চায় ?
খ. মা রাগ করে কী বলবেন?
গ, খােকা মাকে আলসে মেয়ে বলছে কেন?
ঘ. আমি কখন ঘুম থেকে উঠি?
Answers
Answered by
5
please write in english....I can't understand this kinda language
Answered by
3
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরুপ -
প্রশ্নগুলির উদ্ধৃতি :
- উদ্ধৃত প্রশ্নগুলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত খোকার সাধ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
উত্তরসমূহ :
- কবিতায় বলা হয়েছে, "আমি হবো সকালবেলার পাখি"। যেহেতু, সমগ্র কবিতাটি খোকার নিজস্ব জবানীতে বলা হচ্ছে তাই এখানে 'আমি' বলতে খোকার কথাই বলা হয়েছে। অর্থাৎ, খোকা সকালবেলার পাখি হতে চায়।
- মা রেগে গিয়ে খোকার উদ্দেশ্যে বলবেন, "হয়নি সকাল,ঘুমো এখন।" এখানে খোকার খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরিপ্রেক্ষিতেই খোকার মায়ের এমন বক্তব্য।
- খোকা মা'কে আলসে মেয়ে বলছে কারণ, খোকার মা খোকাকে খুব ভোরে ঘুম থেকে ওঠা থেকে প্রতিহত করে আবার ঘুমাতে বলেছিল সেইজন্য।
- আমি অর্থাৎ খোকা সূয্যিমামার জাগার আগেই (অর্থাৎ খুবই সকালে) ঘুম থেকে ওঠে।
অতএব, আমরা "খোকার সাধ" নামক কবিতা থেকে উদ্ধৃত প্রশ্নোত্তরের সমাধান করে ফেললাম।
Similar questions
Math,
2 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago