ভেনাস হৃদপিণ্ড কাকে বলে এবং কেনো বলে
Answers
Answered by
0
দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যে হৃদপিণ্ড সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয় তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে।
যেমন- মাছের হৃদপিণ্ড।
● অন্যভাবে বলা যায় - হৃদপিণ্ডের যে প্রকষ্ঠের দিয়ে শুধুমাত্র অশুদ্ধ রক্ত (বেশি CO2 যুক্ত রক্ত ) প্রবাহিত হয় সেগুলিকে ভেনাস হৃদপিন্ড বলা হয়। আমাদের ক্ষেত্রে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে দিয়ে অশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তাই ওই প্রকোষ্ঠ দুটিকে একসাথে ভেনাস হৃদপিন্ড বলা হয়।
মাছেদের হৃদপিন্ডকেও ভেনাস হৃদপিন্ড বলা হয়ে থাকে কারণ মাছেদের হৃদপিন্ড মাত্র দুটি প্রকোষ্ঠ আছে এবং ওই দুটি দিয়ে শুধুমাত্র অশুদ্ধ রক্ত প্রবাহিত হয়।
Similar questions