১ ৫, ১৩, ২১, ২৯, ৩৭,.......
ক, ২১ ও ৩৭ কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ, তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় কর।
গ, তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।
Answers
Answered by
12
(ক) ২৯ = এবং ৩৭ =
(খ) পরবর্তী ৪টি সংখ্যা ৪৫, ৫৩, ৬১ এবং ৬৯
(গ) প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি ১০০৫০
ধাপে ধাপে সমাধান :
(ক) ২৯ ও ৩৭ কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ:
এখন, ২৯ = ২৫ + ৪ =
এবং ৩৭ = ৩৬ + ১ =
(খ) তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয়:
এখানে, প্রদত্ত তালিকাটি হল
৫, ১৩, ২১, ২৯, ৩৭, ... ...
যার পঞ্চম পদ = ৩৭
ও সাধারণ অন্তর = ১৩ - ৫ = ২১ - ১৩ = ৮
∴ নির্ণেয় পরবর্তী সংখ্যা ৪টি হল
- (৩৭ + ৮) = ৪৫,
- (৪৫ + ৮) = ৫৩,
- (৫৩ + ৮) = ৬১ এবং
- (৬১ + ৮) = ৬৯।
(গ) তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয়:
এখানে, প্রদত্ত তালিকাটি হল
৫, ১৩, ২১, ২৯, ৩৭, ... ...
যার প্রথম পদ = ৫
ও সাধারণ অন্তর = ১৩ - ৫ = ২১ - ১৩ = ৮
∴ তালিকাটির প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি
= ২৫ × [১০ + ৪৯ × ৮]
= ২৫ × [১০ + ৩৯২]
= ২৫ × ৪০২
= ১০০৫০
সূত্র :
কোনো তালিকার প্রথম ক সংখ্যক সংখ্যার সমষ্টি
Similar questions