শহরে বস্তি গড়ে ওঠার কারণ হলো
Answers
Answered by
0
শহরে বস্তি গড়ে ওঠার কারণ হলো নিম্নরুপ -
- গ্রামের তুলনায় শহুরে জনবসতি বসবাস করার যোগ্য ফাঁকা জায়গার পরিমাণ অনেক অনেক কম। সেই তুলনায় শহরে বসবাসকারী বা বসবাস করতে ইচ্ছুক মানুষের সংখ্যা অনেক বেশী।
- এই সকল শহরে বসবাসকারী বা বসবাস করতে ইচ্ছুক মানুষদের মধ্যে অনেকেই দরিদ্র আর্থিক শ্রেণীর মধ্যে পড়ে। এদের কাছে শহুরে ঠিকানায় বাসস্থানের একমাত্র উপায় হলো ঘিঞ্জি বস্তি এলাকায় বসবাস করা।
- দরিদ্র শ্রেণীর জনবৃদ্ধি এবং শহরে সুলভে ভদ্রস্থ বাসস্থানের আকালই হলো বস্তি গড়ে ওঠা ও ক্রমবিকাশের মূল কারণ।
Similar questions