ক.
খ. জারণ বিজারণ বিক্রিয়া সর্বদা একই সাথে ঘটে' উক্তিটির ব্যাখ্যা ক র
Answers
রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে । অর্থাৎ, জারণ ও বিজারণ ক্রিয়া পরস্পরের পরিপূরক । কোনো বিক্রিয়ায় জারণ-ক্রিয়া ঘটলেই বিজারণ ক্রিয়াও ঘটবে । এই রকম রাসায়নিক বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া [Redox reaction] বলা হয় ।
(i) যেমন, কালো রং -এর লেড সালফাইডের [PbS] সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের [H2O2] বিক্রিয়া ঘটলে সাদা রং -এর লেডসালফেট [PbSO4] এবং জল উত্পন্ন হয় । এখানে H2O2 নিজে O2 ছেড়ে দিয়ে বিজারিত হয়ে H2O -তে পরিণত হয়েছে এবং PbS সঙ্গে সঙ্গে ওই ছেড়ে দেওয়া O2 গ্রহণ করে জারিত হয়ে সাদা PbSO4 হয়েছে । সুতরাং দেখা গেল যে, বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটে ।
ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ-বিজারণ বিক্রিয়া অবশ্যই এক সঙ্গে ঘটবে । কারণ কোনো বস্তুকে বিজারিত হতে গেলে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং এই ইলেকট্রন আসবে অপর কোনো বস্তু থেকে । যে বস্তু থেকে ইলেকট্রন আসবে সেটি হবে জারিত, আবার যে বস্তুটি ইলেকট্রন গ্রহণ করবে তা হবে বিজারিত এবং প্রতি ক্ষেত্রে বর্জিত ইলেকট্রন সংখ্যা = গৃহিত ইলেকট্রন সংখ্যা । কারণ যে-কোনো রাসায়নিক বিক্রিয়া তড়িৎ-প্রশম ।
যেমন— ফেরিক আয়ন [Fe3+] এবং স্ট্যানাস আয়ন [Sn2+] -এর বিক্রিয়ায় একটি স্ট্যানাস আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক আয়নে [Sn4+] পরিবর্তিত হয় এবং দুটি ফেরিক আয়ন [Fe3+] ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে [Fe2+] পরিবর্তিত হয় । এখানে স্ট্যানাস আয়ন জারিত হয়েছে কিন্তু ফেরিক আয়ন একই সঙ্গে ওই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে ।
রাসায়নিক বিক্রিয়াটি হল : 2FeCl3 + SnCl2 = 2FeCl2 + SnCl4