CBSE BOARD X, asked by binaybiwas6766, 1 month ago



১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১১) কোন নদীর ব-দ্বীপের আকৃতি পাখির পায়ের মতাে? ক) নীলনদ, খ) মিসিসিপি, গ) সিন্ধু, ঘ) গঙ্গা।
১.২) মরুভূমির শুষ্ক নদীখাত হল— ক) পেডিমেন্ট, খ) বাজাদা, গ) বার্থান, ঘ) ওয়াদি।
১.৩) ওজোন ঘনত্ব মাপার একক হল- ক) ডবসন, খ) মিলিগ্রাম, গ) সেন্টিগ্রেট, ঘ) মিটার।
১.৪) শিবালিক ও হিমাচলের মাঝে উপত্যকাগুলিকে বলে— ক) তাল, খ) ভাবর, গ) দুন, ঘ) দোয়াব।
নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও :
২.১) The land of fiords বলা হয়..... ... দেশকে। (শূন্যস্থান পূরণ)
২.২) তুষার ভক্ষক বলা হয় ফন বায়ুকে। (সত্য / মিথ্যা)
২.৩) পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? (এককথায় উত্তর)
২.৪) ভারতের নবীনতম অঙ্গরাজ্য হল............। (শূন্যস্থান পূরণ)
সংক্ষেপে উত্তর দাও :
২.১) নদীধারণ অববাহিকা কাকে বলে? অথবা, পর্যায়ন কী?
২.২) বৈপরীত্য উত্তাপ কী? অথবা, সমােষ্ণরেখা কাকে বলে?
২৩) কয়াল কী? অথবা, বহুমুখী নদী পরিকল্পনা কী?
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১) ব-দ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলােচনা কর। অথবা, মরু সম্প্রসারণের কারণগুলি উল্লেখ করাে।
৩.২) বিশ্ব উষ্ণায়ণের প্রভাবগুলি লেখাে। অথবা, পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ।
নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
৫.১) বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা দাও।
অথবা, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলােচনা করাে।
৫।​

Answers

Answered by shibukr2022
0

Answer:

১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি-

(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী

Similar questions