প্রফেজ ও টেলোফেজ এর চারটি বিপরীত বৈশিষ্ট্য লেখো।
Answers
Answer:
নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস:- মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, চারটি দশায় সম্পন্ন হয় । মাইটোসিসের এই দশাগুলি হল [1] প্রফেজ, [2] মেটাফেজ, [3] অ্যানাফেজ এবং [4] টেলোফেজ ।
প্রফেজ ও টেলোফেজ এর চারটি বিপরীত বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হল :-
প্রফেজ
১) মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হল প্রফেজ।
২) এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় ।
৩) এ ধাপের শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় ।
৪) প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে৷
টেলোফেজ
১) মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস পর্যায়ের সর্বশেষ ধাপকে টেলোফেজ বলা হয়।
২) এই ধাপে ক্রোমোসোম গুলো দুটি বিপরীত মেরুতে অবস্থান করে। এবং পোলার মাইক্রোটিউবিউল দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে কোষকে আরো সম্প্রসারিত করতে থাকে।
৩)মেরু অঞ্চলে কোষপ্লেট গঠিত হয়
৪)একসময় কোষটি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।