Geography, asked by mobinalam36, 3 months ago

দিনের বেলা তারা দেখা যায় না কেন? ​

Answers

Answered by Anonymous
6

Answer:

সূর্যের আলোর তীব্রতার জন্য আমরা দিনের বেলা তারা ও চাঁদ দেখতে পারি না । কারণ, সূর্য আমাদের নিকটতম নক্ষত্র । তাই তার আলো বেশি বিক্ষিপ্ত হয় পৃথিবীতে । এছাড়া আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র বা তারা হল প্রক্সিমা সেন্টার । এর দূরত্ব চার আলোকবর্ষ । এসব দূরবর্তী নক্ষত্র থেকে যে আলো আসছে , তার তীব্রতা সূর্যের আলোর তীব্রতার তুলনায় অতি নগণ্য । একই কথা প্রযোজ্য চাঁদের ক্ষেত্রেও। চাঁদ পৃথিবীর উপগ্রহ হলেও এর আলোর উজ্জ্বলতা সূর্যের চেয়ে অনেক কম। এ কারণে সাধারণত আমরা দিনের বেলা সূর্য ছাড়া অন্য কোন নক্ষত্র কিংবা কোন গ্রহ বা উপগ্রহ হতে প্রতিফলিত আলো দেখতে পারি না । তবে সকাল বেলা বা সন্ধ্যার আগে আগে সূর্যের আলোর তীব্রতা কমে যায় । এইজন্য অনেক সময় মানে পূর্ণিমার আগে ও পরে যখন চাদের আলোর তীব্রতা খানিক বেশি থাকে তখন আমরা সন্ধ্যার অনেক আগে বিকালে চাঁদ দেখতে পারি ।

Answered by krishankewal577222
5

Answer:

Q Why can't they be seen during the day?

A In the day the stars are still there, but you cannot see them because they are so much fainter than the sunlight that is scattered by our atmosphere. If the Earth had no atmosphere, then our daytime sky would be black like at night, except the sun would be a huge spotlight shining down at us.

hope it helps

Mark as brainliest!!!!

Similar questions