পারিপার্শ্বিক পরিবেশের দূষণ সম্পর্কে তথ্য সংগ্রহ
Answers
পারিপার্শ্বিক পরিবেশ দূষণ
"দূষণ "- এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত। দূষিত পরিবেশ বলতে ক্ষতিকারক কোনো আবহাওয়াকে। পরিবেশ দূষণের কারন এক বা একাধিক হতে পারে।
জলদূষণ বলতে বোঝাই এমন পরিস্থিতি যখন পানীয় জল ,তার উপকারিতা হারিয়ে ফেলে। মাটি দূষণ তখন হয় যখন মাটি তার বিভিন্ন উপাদান হারাতে থাকে এবং ক্ষতিকারক পণ্যগুলিতে সমৃদ্ধ হয়। একইভাবে বায়ু দূষণও বায়ুতে ক্ষতিকারক কণা যুক্ত হয় l
বেশিরভাগ পরিবেশ দূষণের মূলে থাকে মানুষ। শিল্পায়ন ও নগরায়নের জন্য আমরা গাছ কেটে ফেলি। এর ফলে মাটিক্ষয় বাড়ে।
কলকারখানার ও গাড়ির ধোঁয়ায় থাকা দ্রব্য বাতাসে মিশে বায়ু দূষণ করে, কলকারখানার জল নদীতে মিশে,জল দূষণের কারণ হয়ে দাড়ায়। এই দূষিত বায়ুতে থাকে সালফার-ডাই- অক্সাইড। এই বায়ু অসিড বৃষ্টির জন্য দায়ি।
গ্রামে কাপড় কাচার, বাসন মেজে,সেই জল পুকুরে ফেলে দেওয়া হয়, গবাদি পশুকে পুকুরেস্নান করানো হয়, যা জল দুষণ করে। কলেরার মতো ছোযাঁচে রোগ ছড়াই।
পরিবেশ দূষণে কি মানুষের কোনো ক্ষতি হয় না?
অন্য সব প্রাণীর সাথে,মানুষকেও পরিবেশ দূষণের দাম দিতে হয়। অসিড বৃষ্টির জন্য অনেক জলজ প্রাণী তাদের প্রাণ হারায়। দুষিত জল পান করে অনেক জীব প্রাণ হারাই।
উচ্চস্বরে গান বাজনা বাজলে, স্বব্দ দূষণ হয়। এর ফলে অনেকে শোনার ক্ষমতা হারিয়ে ফেলে।
বায়ু দূষণের কারণে মানুষের ফুসফুসের রোগ দিন দিন বাড়ছে।জল দূষণের জন্য কলেরা মহামারীর রূপ নিয়েছে।
তাই পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হয়ে আমদের দূষণ কমানোর পুর্ণ চেষ্টা করতে হবে।