পুনঃশিলীভবন এর উদাহরণ
Answers
Explanation:
পুনঃশিলীভবন
দুই টুকরো বরফ কে চাপ দিলে ওরা জোড়া লেগে যায় । এরূপ হওয়ার কারন কি? যখন বরফ টুকরো দুটির উপর চাপ দেওয়া হয় তখন ওদের গলনাঙ্ক 0k এর নিচে নেমে আসে (পানির গলনাঙ্ক সাধারনত 0k কিন্তু চাপ দেওয়ার কারনে তা 0k এর নিচে কম তাপমাত্রায় গলে । ধরা যাক -5k তাপমাত্রায় গলে) কিন্তু সংযোগ স্থলের তাপমাত্রা 0k থাকায় সেই স্থানের বরফ গলে যায় (প্রশ্ন থাকতে পারে যে প্রথমে বলা হল যখন চাপ দেওয়া হয় তখন গলনাঙ্ক 0k এর নিচে এখন আবার বলা হচ্ছে যে সেই স্থানের বরফ তাপমাত্রা 0k গলে যায় ব্যাপার টা কি? আসলে বঝানো হয়েছে “যে তাপমাত্রায় বরফ গলে তা কমে যায় অর্থ্যাৎ গলনাঙ্ক কমে যায় , কিন্তু আমরা জানি যে বরফের হিমাঙ্ক বা freezing point ” বা পানি হতে বরফ হওয়ার তাপমাত্রাও 0k । আর সেই স্থানে পানি বরফ হয়েই আছে অর্থাৎ 0k তাপমাত্রা আগে থেকেই সেই স্থানে আছে । আর যেহেতু চাপের কারনে গলনাঙ্ক কমে গিয়েছে তাই 0k তাপমাত্রাতেই সেই স্থানের বরফ গলে যায় অর্থাৎ 0k বরফ পানিতে পরিণত হয় )
Answer:
দুই টুকরো বরফ কে চাপ দিলে ওরা জোড়া লেগে যায় । এরূপ হওয়ার কারন কি? যখন বরফ টুকরো দুটির উপর চাপ দেওয়া হয় তখন ওদের গলনাঙ্ক 0k এর নিচে নেমে আসে (পানির গলনাঙ্ক সাধারনত 0k কিন্তু চাপ দেওয়ার কারনে তা 0k এর নিচে কম তাপমাত্রায় গলে । ধরা যাক -5k তাপমাত্রায় গলে) কিন্তু সংযোগ স্থলের তাপমাত্রা 0k থাকায় সেই স্থানের বরফ গলে যায় (প্রশ্ন থাকতে পারে যে প্রথমে বলা হল যখন চাপ দেওয়া হয় তখন গলনাঙ্ক 0k এর নিচে এখন আবার বলা হচ্ছে যে সেই স্থানের বরফ তাপমাত্রা 0k গলে যায় ব্যাপার টা কি? আসলে বঝানো হয়েছে “যে তাপমাত্রায় বরফ গলে তা কমে যায় অর্থ্যাৎ গলনাঙ্ক কমে যায় , কিন্তু আমরা জানি যে বরফের হিমাঙ্ক বা freezing point ” বা পানি হতে বরফ হওয়ার তাপমাত্রাও 0k । আর সেই স্থানে পানি বরফ হয়েই আছে অর্থাৎ 0k তাপমাত্রা আগে থেকেই সেই স্থানে আছে । আর যেহেতু চাপের কারনে গলনাঙ্ক কমে গিয়েছে তাই 0k তাপমাত্রাতেই সেই স্থানের বরফ গলে যায় অর্থাৎ 0k বরফ পানিতে পরিণত হয় )
এখন যেই চাপ অপসারন করা হয় গলনাঙ্ক আবার বেড়ে যায় অর্থাৎ 0k এ চলে আসে ফলে সংযোগ স্থলের বরফ গলা পানি জমাট বেধে টুকরো দুটিকে জুড়ে দেয় অর্থাৎ আবার একসাথে করে দেয় । এভাবে চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিনত করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে ।
বটমিলের পরীক্ষা (Bottomleys’ experiment) ঃ-
বরফের একটি বড় টুকরোকে দুটি স্ট্যান্ডের উপর রাখা হয় । একটি সরূ তামার তারের দুই প্রান্তে দুটি ওজন বেধে টুকরটির উপর মাঝ বরাবর রাখা হয় । কিছুক্ষন পর দেখা যায় যে , ওজন দুটির ভারে তামার তার টি বরফের টুকরো বেয়ে নিচে নেমে আসে কিন্তু বরফের টুকরো একই রকম থাকে । এর কারন তামার তার বরফের যে অংশে থাকে সে অংশে প্রচন্ড চাপ দেয় ফলে গলনাঙ্ক কমে পানি হয়ে যায় ।
এর জন্য যে সুপ্ত তাপ প্রয়যোন তা তামার তার ও বায়ুমন্ডল সরবরাহ করে । এ কারনে চারপাশের তাপমাত্রা 0k এর খুব কম হলে এ পরীক্ষা করা যাবে না । {সুপ্ততাপ ঃ- তাপ যা বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ (laten heat) বলে । এখানে বরফ তামার তার ও বায়ু মন্ডল থেকে তাপ নিচ্ছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না বরং 0k তাপমাত্রা তে স্থির থাকছে বর্ধিত এ তাপ বরফ কে পানি করতে ব্যবহৃত হচ্ছে । তাই যখন আবার সুপ্ত তাপ সমৃদ্ধ বা সুপ্ত তাপ গৃহিত পানি বরফে পরিনত হয় বা আগের অবস্থায় ফিরে আসে তখন এই সুপ্ত তাপ আবার ত্যাগ করে }