ব্লু বেবি সিনড্রোম রোগটি কোন পদার্থের জন্য হয়?
Answers
Answered by
6
পানীয় জলে অত্যধিক পরিমাণ নাইট্রেট জাতীয় পদার্থের জন্য ব্লু বেবি সিনড্রোম রোগটি হয়।
- নবজাত শিশুদের মধ্যে ব্লু বেবি সিনড্রোম রোগটি অত্যন্ত ভয়াবহ এবং বেদনাদায়ক।
- এই রোগের ফলে রক্তের স্বাভাবিক অক্সিজেন চলাচল ব্যাহত হয় এবং নবজাত শিশুর চামড়ায় নীল কিংবা বেগুনি রঙের আভা ফুটে ওঠে।
- এই রোগ প্রধানত নাইট্রেট জাতীয় পদার্থ দ্বারা দূষিত পানীয় জল পান করার ফলে হয়ে থাকে এবং এই নাইট্রেট দূষিত জলের প্রধান কারণ হলো সেচের কাজে ব্যবহার করা রাসায়নিক সার।
Answered by
2
Answer:
- ব্লু বেবি সিনড্রোম রোগটি পানিয় জলে বিষাক্ত নাইট্রেট পদার্থের জন্য হয়।
- ব্লু বেবি সিনড্রোম এর ফলে ত্বকের রং নীল হয়ে যায়, এটি প্রধানত রক্তে অক্সিজেনের প্রবাহ মাত্রা ব্যাহত করে থাকে।
- বিষাক্ত নাইট্রেট পদার্থ পানীয় জলের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে নাইট্রাইটে ভাগ হয়ে যায় এবং তারপর RBC মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন (Hemoglobin) এর সাথে যুক্ত হয়ে রক্তে অক্সিজেনের প্রবাহ মাত্রা ক্ষুণ্ণ করে থাকে । এই রোগ মূলত বাচ্চাদের হয়ে থাকে ; নীল রং এর কারণে এই রোগের নাম ব্লু বেবি সিনড্রোম।
- নাইট্রেট কৃষি ক্ষেত্রে ব্যবহৃত নাইট্রেট যুক্ত কীটনাশক ও রাসায়নিক সারের মাধ্যমে প্রথমে মাটিতে মিশে ,তার পর জলে মিশে, পানিয় জলের মাধ্যমে শরীরের মেশে।
- ব্লু বেবি সিনড্রোম কে ও Synosis ও বলা হয়।
Similar questions