জীব কাকে বলে? জড়ো কাকে বলে
Answers
Answered by
12
Answer:
জড়ো কাকে বলে---
যাদের জীবন নেই তাদেরকে জড় বলে। যেমন: বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, গাড়ি, ঘরবাড়ি ইত্যাদি। জড়ের শারীরিক বৃদ্ধি হয় না, এগুলো খাদ্য গ্রহণ করে না, এবং বংশবিস্তার করতে পারে না বা নিজেদের মতো নতুন জীবের জন্ম দিতে পারে না।
আমাদের চারপারে যা দেখি এসবগুলিই জীব ও জড় যা নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। সুতরাং আমাদের চারপাশের সকল কিছুকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়।
জীব কাকে বলে?
যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। যেমন: মানুষ, গুরু, ছাগল, মাছ, প্রজাপতি, গাছ ইত্যাদি। জীবের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। তাছাড়া, জীব নিজেদের মতো নতুন জীবন জন্ম দিয়ে বংশ বিস্তার করতে পারে। জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজন খাদ্য, পানি, ও বায়ু ইত্যাদি
darkwebsite68:
tum wbbse board sa ho
Answered by
2
Explanation:
যাদের জীবন আছে তাদের জীব বলে । যাদের জীবন নেই তাদের জড় বলে।
Similar questions