Math, asked by debraj631, 3 months ago

এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক।​

Answers

Answered by pulakmath007
3

সমাধান

নির্ণয় করতে হবে

এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক

ধারণা :-

উৎপাদক :

কোনো একটি নির্দিষ্ট সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সব সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যার উৎপাদক বলে ।

উদাহরণ : 6 এর উৎপাদক 1 , 2 , 3

মৌলিক সংখ্যা :

যদি কোনো সংখ্যার উৎপাদক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা ( অর্থাৎ কেবলমাত্র দুটি) হয় তাহলে সেই সংখ্যা কে মৌলিক সংখ্যা বলে ।

উদাহরণ : 7 একটি মৌলিক সংখ্যা

যৌগিক সংখ্যা :

যে সংখ্যার উৎপাদক 1 ও ঐ সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা থাকে সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে ।

উদাহরণ : 12 একটি যৌগিক সংখ্যা

উত্তর :-

মৌলিক উৎপাদক :

সকল যৌগিক সংখ্যাকে কতকগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। এখন এই মৌলিক সংখ্যাগুলোকে যাদের গুণফল ওই যৌগিক সংখ্যাটি, তাদের ওই যৌগিক সংখ্যাটির মৌলিক উৎপাদক বলে ।

উদাহরণ : 6 এর মৌলিক উৎপাদক হল 2 , 3

পরস্পর মৌলিক

যে দুটি সংখ্যার গ.সা.গু 1 , সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়

উত্তর

16 ও 27 হল দুটি যৌগিক সংখ্যা

এখন 16 ও 27 এর গ.সা.গু = 1

∴ 16 ও 27 হল পরস্পর মৌলিক সংখ্যা

সুতরাং 16 ও 27 হল দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. a^3–21a–20 কে উৎপাদকে বিশ্লেষণ কর

https://brainly.in/question/29098482

2. ৪, ৭ ও ১১ এর গ, সা, গু কত?

https://brainly.in/question/30485947

Answered by SahilHalder933
0

Answer:

the answer of the question is 2,4

Similar questions