Art, asked by pritammondal2209, 4 months ago

স্কেচ আর অঙ্কনের মধ্যে পার্থক্য কি?​

Answers

Answered by aloneboy2463
4

শিল্পকলার ভাষায় ড্রইং বলতে কোন বস্তু বা প্রানীর বাহিরের অবকাঠামো বা গড়নের আকৃতি দিতে যে রেখা অংকন করা হয় তাকে ড্রইং বলা হয় আর স্কেচ হচ্ছে কোন ছবির "খসড়া" বা সংক্ষেপে বিষয়টি অংকনের সাহায্যে যা আলো ছায়ার ব্যবহার থাকবে তাই স্কেচ। ইউরোপীয় শিল্পীগন তাদের সাথে বেশিরভাগ একটি খাতা রাখেন যাকে স্কেচ বুক বা খাতা বলা হয় ।এটি অবশ্য আমাদের দেশের তথা অনেক দেশের শিল্পীগন ব্যবহার করে থাকেন। আর চিত্র বলতে রং ব্যবহার করে ছবি আঁকার কোন বিষয়কে পূর্নাংগভাবে ফুটিয়ে তোলাকে বুঝানো হয়ে থাকে। আর ভাস্কর্য বলতে মূর্তি তৈরী বোঝানো হয়। এখানে উল্লেক্ষ্য যে , স্কেচ হচ্ছে একটি শিল্পীর প্রতিনিয়ত অংকনের একটি বিষয় যা যেকোন শিল্পী প্রয়োজনে বা সখের বশে করে থাকেন যা পূর্নাংগ চিত্র নয় কিন্তু সংক্ষেপে অংকন বোঝায়। আমি নিজে একজন চিত্রশিল্পী তাই মনে করি কেউ যদি শিল্পী নাও হয় তারপরো ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং ও আর্কিটেকচারের কাজের জন্যে স্কেচ ও ড্রইং কিছু হলেও জানা উচিত ।

Similar questions