ভা
১.১ ভাষা
১.২ মাতৃভাষা ও রাষ্ট্রভাষা
১.৩ সাধু ও চলিত রীতির পার্থক্য
১.৪ কর্ম-অনুশীলন
১.১ ভাষা
মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সব সময়ই নানা বুদ্ধি বা ভাবের আনাগােনা চলে। সেই বুদ্ধি বা
ভাব ইশারায়, নানা অঙ্গভঙ্গি করে, ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে
ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হােক না কেন, এর সবই ভাষা। তবে
অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। সুতরাং
সাধারণ কথায় ‘ভাষা’ বলতে বােঝায়, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতকগুলাে আওয়াজ বা ধ্বনির
সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনিই হলাে ভাষার প্রাণ।
Answers
Answered by
0
Answer:
কিন্তু প্রশ্ন টা কী গো???????????
Similar questions