৩। একটি বাক্যে উত্তর দাও :
(ক) “আমি কবি’ কবিতাটি কার লেখা?
Answers
Answered by
5
Answer:
আমি যা হয়ে উঠেছি, তার পেছনে আমার শিক্ষকদের অবদান সবচেয়ে ভালো। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র প্রেরণা আছে, ড. মুহম্মদ আব্দুল হাই আমাকে গবেষণাকর্মে প্ররোচিত করেছিলেন, তিনি না থাকলে হয়তো আমি এত অল্প বয়সে পিএইচডি পর্যায়ে গবেষণা করতে আসতাম না। মুনীর চৌধুরী আমার জীবনদৃষ্টিকে, সাহিত্যদৃষ্টিকে প্রভাবিত করেছেন। সবার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। যাঁদের নাম করিনি, আমার সেসব শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে—তাঁদের কাছেও আমি ঋণী।
Answered by
0
Answer:
প্রেমেন্দ্র মিত্র
Explanation:
mark me brainliest
Similar questions