Hindi, asked by susmitamajunder4567, 5 months ago

শ্রীচৈতন্যদেবের জন্ম ও তিরোধান সাল কত? ​

Answers

Answered by Anonymous
0

\large\pink{\boxed{\green{\mathtt{\overbrace{\underbrace{\fcolorbox{red}{gold}{\underline{\pink{❖ANSWER❖}}}}}}}}}

শ্রীচৈতন্যদেবের জন্ম : - জন্মফাল্গুনী পূর্ণিমা (দোল যাত্রা), ১৮ ফেব্রুয়ারি ১৪৮৬ খ্রিস্টাব্দ

শ্রীচৈতন্যদেবের তিরোধান :-১৫৩৩ খ্রিস্টাব্দমৃত্যুস্থানশ্রীক্ষেত্র জগন্নাথপুরী উৎকল (অধুনাওড়িশা)

Explanation:

চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ – ১৫৩৩ খ্রিঃ) ছিলেন পূর্ব এবং উত্তরভারতের এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে (অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা) হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রীজগন্নাথমিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন।[২] বৈষ্ণব সমাজে তাঁকে শ্রীরাধাকৃষ্ণের যুুুগল প্রেমাবতার বলে মনে করা হয়।[৩] শ্রীকৃষ্ণচৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের একজন বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক।[৪] তিনি বিশেষত রাধা ও কৃষ্ণের রূপে পরম সত্ত্বার উপাসনা প্রচার করেন এবং জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীহরি নাম ও ভক্তি এবং হরেকৃষ্ণ হরেরাম মহামন্ত্র যাহা শ্রীকলিসন্তরন উপনিষদের ও শ্রীপদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন।

Similar questions