English, asked by sujataghosh925, 3 months ago

উটের ডাক ও উটের বাচ্চাকে ইংরেজিতে কি বলে?​

Answers

Answered by srijani1324
5

Explanation:

উটের বাচ্চার ইংরেজি হলো:- canel calf.

উটের ডাক টা পারবো না।

কিছু মনে করো না।

ফলে কর আর আমায় brainlist করে দিও।


srijani1324: ওটা camel হবে।।
srijani1324: আমি canel করে ফেলেছি।
Answered by dualadmire
1

উটের ডাক  ঘোঁৎ ঘোঁৎ  ইংরেজিতে  বলে - Grunts

  • এটি একটি প্রতিরক্ষা কৌশল যখন প্রাণীরা বিপন্ন বোধ করে। বড় জন্তুগুলি বিভিন্ন ধরনের আর্তনাদ, হাহাকার এবং গভীর, গলাকাটা বেলো তৈরি করে।

উটের বাচ্চাকে ইংরেজিতে বলে - Calf

  • বাচ্চা উটকে বাছুর বলা হয়। নবজাতক বাছুরটি 30 মিনিটের মধ্যে হাঁটতে সক্ষম হয়, যদিও প্রায় দুই সপ্তাহ পরে পর্যন্ত দু'জন পালের সাথে পুনরায় যোগ দেবেন না। উটগুলি যখন ৭ বছর বয়সে পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠে। উট প্রায় ১৭ বছর বেঁচে থাকে।
Similar questions