: অপরিচিতা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ।
মূল্যায়ন নির্দেশক
০
সৃজনশীল প্রশ্নত্তোর মূল্যায়ন
নির্দেশনা অনুসরণ।
বিষয়বস্তুর সঠিকতা
০ সঠিক সিদ্ধান্ত
নিজস্বতা/স্বকীয়তা/সৃজনশীলতা
করবে না। তাই বিয়ের আসর থেকে পাত্রকে ফিরিয়ে দিলাে।
ক, হরিশ কোথায় কাজ করে?
বুঝিয়ে দাও।
আলোচনা কর।
ঘ. উদ্দীপকের আলােকে অপরিচিতা গল্পের তাৎপর্য বিশ্লেষণ কর?
ততে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীন এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বাের্ড ফাইনাল পরীক্ষা-২০২০ এর ফলাফল।
মে প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা:
শিউলি ইডেন কলেজ থেকে বাংলায় এমএ পাশ করেছে, তাই তার বাবা বিয়ে ঠিক।
করে ফেললাে। পাত্র উচ্চ শিক্ষিত এবং সুদর্শন হওয়ায় শিউলি বিয়েতে রাজি হয়ে।
যায়। বিয়ের অনুষ্ঠানে এসে বিয়ের পূর্ব মূহুর্তে পাত্রের বাবা মােটা অংকের যৌতুক।
দাবি করায় শিউলি এবং তার বাবা মন স্থির করলো যে, সে এমন পাত্রকে বিয়ে।
খ, “মেয়ের বয়স যে, পনেরাে তাই শুনিয়া মামার মন ভার হইলো কেন”?
গ. উদ্দীপকের শিউলির সাথে অপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায়।
Answers
Answered by
18
Answer:
উদ্দীপকের শিউলির সাথে আপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায়
Similar questions