শিউলি ইডেন কলেজ থেকে বাংলায় এমএ পাস করেছে, তাই তার বাবা বিয়ে ঠিক
অরে ফেললো। পাত্র উচ্চ শিক্ষিত এবং সুদর্শন হওয়ায় শিউলি বিয়েতে রাজি হয়ে
যায়। বিয়ের অনুষ্ঠানে এসে বিয়ের পূর্ব মূহর্ডে পাত্রের বাবা মােটা অংক্ষের গোব
দাবি করায় শিউলি এবং ভারি বাবা মন স্থির কলাে যে, মে ১৫াসন পাকে বিয়ে
ৰূরজে না। তাই বিয়ের ক্ষে।সঙ্গ থেকে পাত্রকে ফিরিয়ে দিলাে।
রু, দুরিশ কোথায় কাদ খয়ে?
৪, “মেয়ের বয়স যে, পটোলো তাই শুনিয়া মামার শুনি ভার হইলাে কে ?
বুলিয়ে দাও।
গ. উদ্দীপকের শিউলির ক্ষাঙ্গে অপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায়
ভালোচনা কর।
৪. উদ্দীপকের আলােকে অপরিচিত গল্পের ছাপ বিশ্লেষণ কর?
Answers
Answer:
রামায়ণের শিক্ষায় হিন্দুদের দৃঢ় সংস্কার, জ্যৈষ্ঠ মাসে প্রথম পুত্রের বিবাহ দিলে দাম্পত্যে বিচ্ছেদ আসবেই। ‘পাপিষ্ঠ জ্যৈষ্ঠমাস’-এ অযোধ্যাপতি দশরথ বিবাহ করেছিলেন বলেই নাকি দাম্পত্যসুখ পাননি। হিন্দু বাঙালির বিয়ের গানে-ছড়ায় শিব-দুর্গার সঙ্গে রাম-সীতার উপস্থিতিও লক্ষ্যণীয়।
এক কালে বিয়েতে নরসুন্দরদের ভূমিকা ছিল গৌরবের। শাস্ত্র-নির্দেশিত ক্ষৌরকর্ম পালনের পরে তাকে সেই আসরে বিবাহের তাৎপর্য ব্যাখ্যা করতে হত পয়ার ছন্দের পাঁচালি সুরে— ‘শুনুন শুনুন মহাশয় করি নিবেদন/ রামসীতার বিবাহ কথা করুন শ্রবণ/ প্রজাপতি নির্বন্ধ কহেন সর্বলোকে/ কন্যাদান মহাফল সর্বশাস্ত্রে লেখে।’ এ ছাড়া বাসি বিয়ের আসরে কন্যার সখিদলের গানেও থাকত শ্রীরামের মহিমা, ‘শ্রীরামচন্দ্রের বাসি বিয়া মিথিলায়/ দেখিতে রামের বিয়া/ স্বর্গপুরের বাসী যারা/ গোপনে থেইকে চায়।’
Step-by-step explanation:
hope it helps you