নীলচল শব্দটির সন্ধি বিচ্ছেদ কর
anjishnutanayasubhaj:
নীলাচল হবে
Answers
Answered by
0
নীলচল = নীল + চল
ব্যাখ্যা :
- প্রদত্ত 'নীলচল' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা দু'টি পদ পাই। ক. নীল এবং খ. চল।
- এখানে লক্ষ্য করো যে, পদ দু'টির গঠনগত কোনও পরিবর্তন হয়নি। তারা সরাসরি যুক্ত হয় সন্ধিবদ্ধ রূপটি ধারণ করেছে।
- আবার, নীলাচল = নীল + অচল। অর্থাৎ নীল বর্ণের অচল (নেই চল যার, যেমন পাহাড়-পর্বত)।
- প্রসঙ্গত উল্লেখ্য যে, নীলাচল বলতে নীলগিরি পর্বতকে বোঝায়।
Answered by
0
নীলচল' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা দু'টি পদ পাই।
নীল + চল= নীলচল
এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে,নীল আর চল এই পদ দু'টির গঠনগত কোনও পরিবর্তন হয়নি। তারা সরাসরি যুক্ত হয়ে সন্ধিবদ্ধ হয়েছে।
আর যদি প্রদত্ত শব্দটি নীলাচল হয়, সেক্ষেত্রে শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে
নীলাচল = নীল + অচল।
Similar questions