শিউলি ইডেন কলেজ থেকে বাংলায় এমএ পাশ করেছে,তাই তার বাবা বিয়ে ঠিক করে ফেললো।পাত্র উচ্চশিক্ষিত এবং সুদর্শন হওয়ায় শিউলি বিয়েতে রাজি হয়ে যায়।বিয়ের অনুষ্ঠানে এসে বিয়ের পূর্ব মুহূর্তে পাত্রের বাবা মোটা অংকের যৌতুক দাবি করায় শিউলি এবং তার বাবা মন স্থির করলো যে সে এমন পাত্রকে বিয়ে করবেনা।তাই বিয়ের আসর থেকে পাত্রকে ফিরিয়ে দিলো।
ক.হরিশ কোথায় কাজ করে?
খ."মেয়ের বয়স যে, পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইলো কেন"? বুঝিয়ে দাও।
গ.উদ্দীপকের শিউলির সাথে অপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায় আলোচনা কর।
ঘ. উদ্দীপকের আলােকে অপরিচিতা গল্পের তাৎপর্য বিশ্লেষণ কর?
Answers
Answered by
3
Explanation:
আদিবাসী রীতি মেনে গণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদায়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে গাজোল কলেজ ময়দানে আয়োজিত এই গণ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- কৌশিক দে
আদিবাসী রীতি মেনে গণবিবাহ অনুষ্ঠিত হয় এদিন। নব দম্পতিদের আশীর্বাদও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- কৌশিক দে
বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নবদম্পতিদের সরকারি আর্থিক অনুদান এবং উপহার তুলে দেন। ছবি- কৌশিক দে
আর্থিক অনুদান এবং উপহার তুলে দেওয়ার পর আদিবাসী পোশাকে নাচও করেন মুখ্যমন্ত্রী। ছবি- কৌশিক দে
Similar questions
Accountancy,
3 months ago
English,
3 months ago
Math,
6 months ago
Physics,
1 year ago
Science,
1 year ago
CBSE BOARD XII,
1 year ago