১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ চাষ করার জমিকে কী বলা হয় ?
১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না ?
১.৩ ধানগাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
১.৪ ‘সকল ধরা হেসে ওঠে’–এখানে ‘ধরা’ শব্দটির অর্থ কী ?
১.৫ ‘ধরা’ শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখাে।
১.৬ ‘পুলক’ শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করাে।
১.৭ ‘অঘ্রান’মাসটির পুরাে নামটি কী ?
Answers
Answered by
45
Answer:
1.চাষ জমি।
2.লাঙল,কোদাল।
3.ধান,খড,চাল।
4.পৃথিবী।
5.ধনে ধান্যে ভরা আমাদের ধরা।
6.ঘুরতে যাওয়ার কথা শুনলে আমাদের মনে পুলক ছোটে।
7.অগ্রহায়ণ।
Answered by
17
১,১ চাষ করার জমিকে চাষ জমি, কৃষি ক্ষেত্র, আবাদ জমি,বলা হয় ।
১.২ চাষের কাজে জমি,বীজ, লাঙল,কোদাল , ট্র্যাক্টর প্রভৃতি লাগে,
১.৩ ধানগাছ থেকে আমরা ধান,চাল, খড়পাই ।
১.৪ পৃথিবী।
১.৫(ক) কে কি বলছে, সেটা না ধরলেই হয় ।
(খ) এই নাও, ধর তোমার বই টা
১.৬ এতো পুলক কিসের, কথা যে কানে নিচ্ছ না?
১,৭ অঘ্রান’মাসটির পুরাে নামটি হল অগ্রহায়ণ। গ্রাম বাংলায়ে এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয়। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম দেওয়া হয়ে থাকে।
Similar questions
Math,
1 month ago
Physics,
1 month ago
Math,
3 months ago
Science,
3 months ago
Social Sciences,
9 months ago