Geography, asked by khanasish515, 5 months ago

সমুদ্রতরঙ্গ বলতে কী বােঝ?​

Answers

Answered by Anonymous
1

\large\pink{\boxed{\green{\mathtt{\overbrace{\underbrace{\fcolorbox{red}{gold}{\underline{\pink{❖ANSWER❖}}}}}}}}}

সমুদ্রতরঙ্গ – প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের জলরাশি যখন একই স্থানে অবস্থান করে দুই-এক মিটার ওঠানামা করে, তখন তাকে ঢেউ বা সমুদ্র তরঙ্গ বলে।

সমুদ্র তরঙ্গের শক্তি নির্ভর করে বায়ুপ্রবাহের গতিবেগের উপর। আবার বায়ুপ্রবাহের গতিবেগ নির্ভর করে সমুদ্র জলভাগের ফেচ এর উপর। সমুদ্রের ওপর প্রবাহমান কোন বায়ু যতটা দূরত্ব অতিক্রম করে অর্থাৎ কোন সমুদ্র তরঙ্গ যে স্থান থেকে শুরু হয় এবং তটরেখা যে স্থানে শেষ হয়, সেই দুটি স্থানের মধ্যে যে দূরত্ব তাকেই বলে ফেচ। 

শ্রেনীবিভাগ – সমুদ্রজলের আলোড়নের দিক ও সমুদ্রতরঙ্গের প্রকৃতি অনুযায়ী সমুদ্র তরঙ্গের শ্রেনীবিভাগ নিম্নলিখিত ভাবে করা হয়।

ক) সমুদ্রজলের আলোড়নের দিক অনুসারে সমুদ্র তরঙ্গের শ্রেনীবিভাগ

১. অনুপ্রস্থ তরঙ্গ – অনুপ্রস্থ তরঙ্গ সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয় এবং তরঙ্গের জলরাশি ওপর নীচে ওঠা নামা করে।

২. অনুদৈর্ঘ্য তরঙ্গ – এই ধরণের তরঙ্গ একক তরঙ্গ হিসাবে উপকূলের দিকে অগ্রসর হয়। সাধারণত অনুপ্রস্থ তরঙ্গের অবয়ব ভেঙে যাওয়ার ফলে অগভীর সমুদ্রে অনুদৈর্ঘ্য তরঙ্গ গঠিত হয়।

Similar questions