বিশ্ব উষ্ণায়ন __ এ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর
Answers
বিশ্ব উষ্ণায়ন
রাম : কি করছো বন্ধু?
শ্যাম : এই মাসিক পত্রিকাটির একটি প্রবন্ধ পড়ছিলাম।
রাম : তা প্রবন্ধটির বিষয়বস্তু কি?
শ্যাম : বিশ্ব উষ্ণায়ন।
রাম : তাহলে তো এটি সমকালীন পরিস্থিতির উপর রচিত একটি প্রবন্ধ। কারন আজকাল বিশ্ব উষ্ণায়নের প্রভাব বেড়েই চলছে।
শ্যাম : তুমি যথার্থই বলেছো বন্ধু এটা বন্ধকী সমকালীন সময় বিশ্ব উষ্ণায়নের কারণ এবং তার ফলাফল সম্পর্কেই রচিত।
রাম : আমার মতে, এ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো বিভিন্ন রকমের মনুষ্যকৃত কাজকর্ম। যেমন পেট্রোল চালিত যানবাহনের ব্যবহার, কলকারখানা দূষণ, বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের উৎপত্তি ইত্যাদি।
শ্যাম : এছাড়াও লাগামছাড়া ভাবে বৃক্ষচ্ছেদন বিশ্ব উষ্ণায়নের সহায়ক হয়েছে।
রাম : এর ফলাফল মারাত্মক যেমন হিমবাহের গলে যাওয়া সমগ্র বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং জলবায়ুর বিকৃতি।
শ্যাম : এইসকল ফলাফল আমাদের পৃথিবীতে আস্তে আস্তে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
রাম : ঠিকই বলেছ বন্ধু এখনই যদি আমরা এর কোনো প্রতিকার না করে তাহলে অচিরেই মনুষ্যসমাজ অবলুপ্ত হয়ে যাবে এই পৃথিবীর বুক থেকে।
শ্যাম : এর প্রতিকারের জন্য আমাদের বিশ্ব উষ্ণায়নের কারণ গুলিকে প্রাথমিকভাবে রূপ দেয়া হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে।
রাম : এই ভাবি যদি আমরা বিশ্ব উষ্ণায়নের উঠতে পারি তবেই আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাস অযোগ্য পৃথিবী উপহার দিতে পারব।
শ্যাম : তুমি যথার্থই বলেছো বন্ধু।
রাম : আচ্ছা বন্ধু এখন চলি, এই বিষয়ে পরে আবার কোনদিন কথা হবে।
শ্যাম : বিদায় বন্ধু।