বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো
Answers
Answered by
14
Answer:
উত্তর : যদি কোনো কণার গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে অর্থাৎ কণা যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বা সুষম বেগ বলে। আবার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ হয় অসমবেগের ক্ষেত্রে, কারণ অসমবেগের ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটে; কিন্তু সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ঘটে না।
Answered by
0
Answer:
সমত্বরন
Explanation:
সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে
Similar questions