Biology, asked by rahulgorai3210, 5 months ago

ইস্ট ও কচুরিপানা কোন কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে?​

Answers

Answered by Anonymous
11

ইস্ট কোরকোদগম এবং কচুরিপানা খণ্ডীভবন,বীজের সাহায্যে বংশবিস্তার করে থাকে

  • আমরা বিভিন্ন রকমের নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদ দেখতে পারি যারা অযৌন এবং অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করে অথবা জনন কার্য সম্পাদন করে।
  • এরকম উদাহরণ হলো ইস্ট ও কচুরিপানা।
  • ইস্ট কেবলমাত্র একটি অযৌন জনন পদ্ধতি যা কোরকোদগম নামে পরিচিত তার মাধ্যমে বংশবিস্তার বা জনন প্রক্রিয়া সম্পাদন করে।
  • অন্যদিকে কচুরিপানা যৌন এবং অঙ্গজ উভয় পদ্ধতিতে বংশবিস্তার করে। যৌন পদ্ধতির মধ্যে হলো বীজ উৎপাদন এবং অঙ্গজ পদ্ধতি হলো খন্ডীভবন।
Answered by alizinna742302
0

ইস্ট :- কোরকোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে।

কচুরিপানা:- খর্বধাবক প্রক্রিয়া জনন সম্পন্ন করে।

Similar questions