বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে পত্র রচনা.
Answers
( প্রেরকের ঠিকানা)
শ্রদ্ধেয় বাবা,
আমার সালাম /প্রনাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। অনেক দিন আপনার কোনো পত্র পাইনি। কয়েক দিনের মধ্যেই আমার বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে। আমি সকল বিষয়ে ভালো প্রস্তুতি নিয়েছি এবং সকল বিষয় নিয়মিত অভ্যাস করছি।দোয়া করবেন যেন পরীক্ষায় ভালো করতে পারি। মাকে আমার সালাম / প্রনাম জানাবেন।
ইতি
আপনার স্নেহের
রিমসা
(প্রাপকের ঠিকানা)
Hope it helps you friend.
Answer:
This is your answer friend...
Explanation:
২৭/০৩/২০১৫
শ্রদ্ধেয় আব্বু ,
আমার সালাম নিও। আশা করি ভালো আছো । আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি। আব্বু, তুমি আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছো। আব্বু, আমি জানি তুমি আমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে খুবই চিন্তায় আছো। কিন্তু তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করোনা। পরীক্ষায় ভালো ফলাফল পাবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর রহমতে প্রত্যেক বিষয়েই আমার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। শিক্ষকরাও আমাকে নিয়ে অনেক আশাবাদী। সুস্থ শরীরে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি সে জন্য দোয়া করো। বাসার সবাই ভালো আছে।
তোমার স্নেহের
সাদিয়া
ডাক টিকিট
প্রেরক
প্রাপক