Biology, asked by kdas11762, 4 months ago

প্রান্তীয় সন্নিকর্ষ কাকে বলে?​

Answers

Answered by aanaya57
1

Answer:

উঃ- ক)সন্নিকর্ষ- ইন্দ্রের সঙ্গে অর্থের বা বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান হয়।

সন্নিকর্ষ শব্দের অর্থ সম্বন্ধে। ছয়টি ইন্দ্রের সঙ্গে নিজ নিজ বিষয়ের সম্বন্ধই হলো সন্নিকর্ষ।

খ) সন্নিকর্ষ দুই প্রকার- লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ।

লৌকিক সন্নিকর্ষ- ন্যায় মতে স্ব স্ব ইন্দ্রের সঙ্গে যখন স্ব স্ব বিষয়ের সন্নিকর্ষ অলৌকিক বা সাধারণভাবে হয়

তখন তাকে লৌকিক সন্নিকর্ষ বলে।

লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার- ১. সংযোগ সন্নিকর্ষ, ২. সংযুক্ত সমবায় সন্নিকর্ষ,

৩. সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ৪. সমবায় সন্নিকর্ষ

Answered by debnathsutapa53
0

Answer:

সন্নিকর্ষ- ইন্দ্রের সঙ্গে অর্থের বা বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান হয়।

সন্নিকর্ষ শব্দের অর্থ সম্বন্ধে। ছয়টি ইন্দ্রের সঙ্গে নিজ নিজ বিষয়ের সম্বন্ধই হলো সন্নিকর্ষ।

Similar questions