যায়। বিয়ের অনুষ্ঠানে এসে বিয়ের পূর্ব মূহূর্তে পাত্রের বাবা মােটা অংকের যৌতুক
দাবি করায় শিউলি এবং তার বাবা মন স্থির করলাে যে, সে এমন পাত্রকে বিন
করবে না। তাই বিয়ের আসর থেকে পাত্রকে ফিরিয়ে দিলাে।
ক, হরিশ কোথায় কাজ করে?
খ. “মেয়ের বয়স যে, পনেরাে তাই শুনিয়া মামার মন ভার হইলাে কেন”?
বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের শিউলির সাথে অপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায়
আলােচনা কর।
ঘ. উদ্দীপকের আলােকে অপরিচিতা গল্পের তাৎপর্য বিশ্লেষণ কর?
hal\BM\1. Bangla (1811)/ 12.01.2021-BM Bangla-1-7.doc
Answers
Answered by
0
sorry l don't know this language
Answered by
0
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- কথকের বন্ধু হরিশ কানপুর নামক এক স্থানে কাজ করে।
- মেয়ের বয়স পনেরো হওয়ায় মামার মন ভার হয়ে যাচ্ছিল কারণ মেয়ের বিয়ের বয়স ক্রমাগত পেরিয়ে যাওয়া সত্বেও কোন সুযোগ্য পাত্র পাওয়া যাচ্ছিল না। এর উপর ধনুকভাঙ্গা পণের বোঝা তো ছিলই।
- শিউলি যখন জানতে পারে যে পাত্রপক্ষ মোটা অংকের টাকা যৌতুক হিসেবে দাবি করেছে, তখন শিউলি ও তার বাবা সেই বিয়ের সম্বন্ধকে ভেঙে দেয়। অন্যদিকে, কল্যাণীও একই ধরনের ঘটনাচক্রে তার নিজের বিয়ে ভেঙে দিয়েছিল। এইখানেই অর্থাৎ আত্মমর্যাদা রক্ষার তাগিদে বিয়ে ভেঙে দেওয়ার ঘটনাতেই, সাদৃশ্যের দেখা মেলে।
- গল্পের মূল তাৎপর্য হল তৎকালীন সমাজে গোঁড়ামি এবং অজ্ঞতাকে ছাপিয়ে, নারীদের সমাজে প্রতিষ্ঠালাভ এবং বিবাহকে নারীজীবনের সাফল্য হিসেবে তুলে ধরার মতবাদের মূলে তীব্র আঘাত হানা।
Similar questions