প্রমিত কথার মানে কি
Answers
Answered by
2
আর ব্যাপক অর্থে, প্রমিত ভাষা রীতি হচ্ছে; কোন ভাষাভাষী অঞ্চলে প্রচলিত উপভাষাগুলোর উপরে সর্বজনমান্য একটি আদর্শ ভাষা গড়ে ওঠে। দেশের শিক্ষিত সম্প্রদায় এই আদর্শ ভাষাতেই ভাব বিনিময় করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার উপাদানের সমন্বয় শিক্ষা অর্জনের ব্যবহৃত এ ভাষাই প্রমিত ভাষা।
শিক্ষিত বাঙালি সমাজে সর্বজনমান্য যে মুখের ভাষা প্রচলিত তাকে আমরা বলি প্রমিত চলতি ভাষা। যাকে ইংরেজিতে বলা হয় এ স্টান্ডার কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ
Similar questions