৫। সংক্ষিপ্ত প্রশ্ন (তিন-চারটি বাক্যে উত্তর দাও)।
(ক) ঘুড়ির প্রতি যতীনের যত্নের পরিচয় দাও ?
(খ) যতীনের দুষ্টুমির দুটি উদাহরণ দাও।
(গ) যতীনের ছেড়া জুতাে দেখে মুচি কী বলেছিল ?
(ঘ) দর্জির কাছে কী কাজ করতে বাধ্য হয়েছিল ?
(ঙ) যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। কী কারণে যতীনের এমন কনব মরা
৩। নিজের ভাষায় উত্তর দাও (রচনাধর্মী প্রশ্ন)
(ক) দুরন্ত যতীন কীভাবে শান্ত-শিষ্ট হয়েছিল তার বর্ণনা দাও।
(খ) মুচি আর দর্জি কীভাবে যতীনকে শিক্ষা দিয়েছিল লেখাে।
(গ) এই ভােগান্তিতে বাছা আমার বড়াে দুর্বল হয়ে গেছে। বক্তা কে? যতীন কারক
মুখােমুখি হয়েছিল?
(ঘ) গল্পে যতীন চরিত্র তােমার কেমন লাগল লিখে জানাও।
৭। অর্থ লেখাে :
ভােগান্তি, দুর্বল, ঘূর্তি, উৎপাত, জোড়াতাড়া, ঠোক্কর।
৮ বাক্য রচনা করাে :
শিক্ষা, অযত্ন, ব্যথা, বড্ড, ফিসফিস, ঘন্ট,
দুড়দুড়।
১. বিপরীত অর্থের শব্দ লেখাে :
আরম্ভ, জোরে, যত্ন, নিচু, কাছে, দুর্বল।
Answers
(5)
(ক) একটা জিনিসের যতীন খুব যত্ন করত। সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটা তার মনে লাগত সেটিকে সে সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তাড়া খেতে হত। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে রেখে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া-দাওয়া মনে থাকত না।
(খ) বইগুলো সব মলাট ছেঁড়া, কোণ দুমড়ান, শ্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। শ্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুক্রো টুক্রো। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেড্পেন্সিলের গোড়া চিবানো।
(গ) একজন মাতব্বর গোছের, সে যতীনকে বলল, "তুমি দেখছি ভারি দুষ্টু। জুতোজোড়ার এমন দশা করেছ? দেখ দেখি, আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত।" যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বলল, "জুতোর আবার প্রাণ থাকে নাকি?" মুচিরা বলল, "তা না তো কি? তোমরা বুঝি মনে কর, তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো তখন ওদের লাগে না? খুব লাগে। লাগে বলেই তো ওরা মচ্মচ্ করে। "
(ঘ) দর্জির কাছে যতীন কে জুতো সেলাই করতে বাধ্য হয়েছিল ।
(ঙ) যতীনের চোখ দিয়ে জল গড়িয়ে পরছে,কারণ তাকে জুতো সেলাই করতে বাধ্য করেছিল মুচি রা।তার হাতে সুঁচ ফুটেও গিয়ে ছিল। আবার খিদেতে অস্থির হয়ে উঠেছিল।তাই তার এমন অবস্থা।
(7) ভোগান্তি ---চরম দুর্ভোগ
দুর্বল ----- কমজোর
উৎপাত ----- উপদ্রব
জোরাতারা ----
ঠোক্কর ------ আঘাত পাওয়া
(8) এবং (9) এর উত্তর খাতায় দেখো।
আশা করি এটি তোমার কাজে লাগবে।কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবে।
আমি মনে করি উপরের উত্তরটি অবশ্যই সঠিক
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️