India Languages, asked by rickprasen77, 4 months ago

বুদ্ধি কোন কারোক বোঝায়?​

Answers

Answered by SHREYA24241
0

Answer:

বুদ্ধি আর Intelligence, এ দুটি শব্দ মাথায় ঘুরপাক খাওয়ার সময় মনে যা আসে তা হচ্ছে মগজ বা মাথা। সত্যিকার অর্থে মনোবিজ্ঞানীদের কাছে বুদ্ধির যথাযথ সংজ্ঞা নেই তারপরও মনোবিজ্ঞানে এর স্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সংজ্ঞা যে একেবারেই নেই তা নয় অনেক বিজ্ঞানী অনেক ভাবে বুদ্ধিকে সংজ্ঞায়িত করছেন। বুদ্ধির সংজ্ঞা হিসেবে ইংরেজ শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী সিরিল বার্ট বলেছেন,

” বুদ্ধি হচ্ছে অপেক্ষাকৃত নতুন অবস্থা ও নতুন সমস্যার সাথে সংগতি সাধন করে দেহমনের চলবার সাধারণ ক্ষমতা।”

মাথার উপর দিয়ে যেতে পারে অনেকের বুদ্ধির মতই জটিল মনে হতে পারে কিন্তু জটিলের মাঝেও সহজ কথায় বুদ্ধাঙ্ক গবেষক আরেক মার্কিন মনোবিদ থ্রাস্টোন বলেছেন,” বুদ্ধি হলো সহজাত প্রবৃত্তি সমূহকে সমাজের উপযোগী করে কাজে লাগাবার ক্ষমতা ” তবে সেই যাই হোক সহজ কথায় বলতে পারি একজন মানুষ দৈনন্দিন জীবনে সমস্যা কাটিয়ে উঠতে মস্তিষ্ক কে কাজে লাগিয়ে যে কৌশল ব্যবহার করে তাই বুদ্ধি।

কিন্তু বুদ্ধি নিয়ে বুদ্ধি খাটানোতে পিছিয়ে থাকেন নি মনোবিজ্ঞানীরা তাই বুদ্ধি নিয়ে বেশ কিছু তত্ত্ব বা মতবাদ প্রচলিত আছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তত্ত্বের কথা না বললেই নয়। সেগুলি হচ্ছে

Explanation:

i hope its help you

Similar questions