History, asked by thaibaafreen12387, 4 months ago

ব্যবসায়ে উৎপত্তি ও ক্রমবিকাশ কিভাবে হয়েছিল, ব্যাখ্যা কর​

Answers

Answered by priyasamanta501
6

Answer:

 \:

মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দিনে দিনে অর্থনৈতিক কর্মকান্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় কৃষি কাজ, পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য দ্রব্য বিনিময়ের মত র্কমকান্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটেনি। মানুষের প্রয়োজেন বিভিন্ন সময় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ অব্যাহত রয়েছে;

ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসাবে রৌপ্যের মুদ্রা ও পরবর্তী কালে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এ ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক এই তিন পর্যায়ে বিভক্ত করা যায়। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারা ছকে প্রদর্শন।

ব্যবসায়ের ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারাকে তিন যুগে ভাগ করা যায়-

  • প্রাচীন যুগ
  • মধ্যযুগও
  • আধুনিক যুগ

Similar questions