ঝর্ণার গান কবিতার মূলভাব লিখ
Answers
Answered by
26
চঞ্চল পা পুলকিত গতিময়; স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়! এতো কিছুর মধ্যেও কবির চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমিয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর।
আশা করি এটি তোমাকে সাহায্য করবে।
Similar questions
Math,
2 months ago
Math,
2 months ago
Math,
2 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
11 months ago
Biology,
11 months ago