Geography, asked by sudeshnapatra7045, 2 months ago

চির গোধূলির দেশ কাকে বলে? ​

Answers

Answered by Anonymous
4

নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে চির গোধূলির অঞ্চল বলা হয়।

  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের চিরহরিৎ অরণ্য পরিলক্ষিত হয় তা অত্যন্ত উচ্চ ঘনত্ব বিশিষ্ট।
  • এই চিরহরিৎ অরণ্যের গাছেদের আচ্ছাদন এতটাই গভীর ঘন হয় যে একটি প্রাকৃতিক চাঁদোয়ার মতন আচ্ছাদন সৃষ্টি হয়।
  • এই আচ্ছাদন দিনের বেলা অরন্যের ভেতর সূর্যের আলোকে প্রবেশ করতে গভীরভাবে বাধা দিয়ে থাকে।
  • এই কম আলো প্রবেশের জন্য অরন্যের ভেতর সবসময় একটি গোধূলির অবস্থা সৃষ্টি হয়।
  • তাই এই অঞ্চলকে চির গোধূলির অঞ্চল বলা হয়।
Answered by suprotimsarkar272
0

Answer:

brazil

Explanation:

Similar questions