শহর ও গ্রামের শীতের সকাল নিয়ে অনুচ্ছেদ লেখ
Answers
Hi,
Here is your answer.
ছয় ঋতুর মধ্যে শীতের অবস্থান হেমন্তের পর আর বসন্তের আগে। উত্তরের হিমশীতল হাওয়া আর কুয়াশার চাদর গায়ে দিয়ে শীত আসে কনকনে বুড়ির মতো। মানুষের কাছে শীতের দিনের প্রধান আকর্ষণ শীতের সকাল
পৌষ ও মাঘ - দুমাস শীতকাল।তখন কুয়াশার নাচন শুরু হয় প্রকৃতিকে নিয়ে |উত্তরের হিমেল হাওয়া বয়, গাছপালা পাতাহীন হয়ে পড়ে।শীতের সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। শীতের সকালে প্রকৃতি আশ্চর্য নিস্তব্ধতায় মগ্ন হয়ে পড়ে। কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলোয়ে ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি।
গ্রামে-গঞ্জে শীতের সকালে সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য।শীতের সকালে পাওয়া যায় টাটকা খেজুর রস।দুঃস্থ-দরিদ্র গ্রামবাসীদের শীতের সময় গরম জামাকাপড় থাকে না। রাতে তারা ঠান্ডায় কাঁপতে।ভরপেট পান্তা ভাত খেয়ে কৃষক কুয়াশাচ্ছন্ন ভোর বেলায় মাঠের কাজে যায়।গ্রামের মক্তবে ছেলেমেয়েরা পড়তে যায়।
Hope it helps you.
Plz mark me as the brainliest and also follow