History, asked by sadiarahmanrahman10, 3 months ago

সৃজনশাল ধন
নিসর্গকে হাতের মুঠোয় পুরে দেয়ার তাগিদ থেকে পলাশ সাহেব গড়ে তােলেন এক রমণীয় উদ্যান ।
বিস্তীর্ণ খােলা মাঠকে সুপরিকল্পিতভাবে তিনি গড়ে তােলেন। পুকুর, দীঘি, হাঁস, গাছপালা, ফুল, পাখির
বিচিত্র সমারােহ সৌন্দর্যপিপাসু মানুষ মাত্রকেই আকৃষ্ট করে। অনিন্দ্য সুন্দর এই প্রকৃতিকে
শিল্পী তিলােত্তমা করে সাজিয়েছেন শুধুই নিজের খেয়ালে। ব্যক্তিবিশেষ বা কোনাে গােষ্ঠীকে আনন্দ
দান নয়, সৌন্দর্যই মুখ্য। বৈরী প্রকৃতি, সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি
এ কাজে অগ্রসর হয়েছেন। সৃষ্টির আনন্দই তাঁকে এগিয়ে নিয়েছে এতটা পথ ।
ক. ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে?
খ. শিথিল সব শিলার পর বলতে কবি কী বােঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের সাথে ঝর্ণার গান' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ঝর্ণার গান’ কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে? যুক্তিসহ ব্যাখ্যা কর।​

Answers

Answered by rinkumonidutta29
0

Answer:

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

Explanation:

I hope you that this may help you

Similar questions