কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে?
Answers
Explanation:
পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ কি মানুষের বসবাসের যোগ্য? আমাদের এই পৃথিবীতে অবিশ্বাস্য জীববৈচিত্র্য দেখা যায়, যা জীবন সম্পর্কে আমাদের ধ্যানধারণা গড়ে তুলেছে৷ উন্নতি, বিকাশ ও এগিয়ে চলার জন্য কী প্রয়োজন, সেই উপলব্ধিও আমাদের মনে জন্মায়৷
02:50 মিনিট
মিডিয়া সেন্টার | 24.03.2020
প্রাণের খোঁজে গ্রহান্তরে
প্রাণের স্পন্দনের জন্য অনেক বিষয়ের মধ্যে সামঞ্জস্যের প্রয়োজন৷ সূর্যের উত্তাপের অপরিবর্তিত মাত্রা লাখ লাখ বছর ধরে স্থিতিশীল এক পরিবেশ নিশ্চিত করেছে৷ তাছাড়া পৃথিবী নির্দিষ্ট এক দূরত্ব বজায় রেখে সূর্যকে প্রদক্ষিণ করে৷ সেই স্থিতিশীল উত্তাপের কারণে পৃথিবীর উপরিভাগে সব সময়ে তরল পানি পাওয়া যায়৷ আমাদের জ্ঞান অনুযায়ী পানিই প্রাণ সৃষ্টির পূর্বশর্ত৷
কোনো নক্ষত্রের কাছে নির্দিষ্ট একটি দূরত্ব পর্যন্ত এলাকায় কোনো গ্রহে প্রাণ সৃষ্টি হতে পারে৷ আমাদের পৃথিবী সেই সীমানার ভিতর দিকে থাকলে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হতো৷ অন্যদিকে সীমানার বাইরের দিকে গেলে সব পানি বরফ হয়ে উঠতো৷
জ্যোতির্বিজ্ঞানীরা দূরের নক্ষত্রজগতে ৪,১০০-রও বেশি গ্রহ আবিষ্কার করেছেন৷ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রেরও একটি গ্রহ রয়েছে৷ সেটিও এমন দূরত্বে নক্ষত্র প্রদক্ষিণ করছে, যে কাগজেকলমে সেখানেও প্রাণের অস্তিত্ব সম্ভব৷ এমনকি গ্রহের যে অংশ নক্ষত্রের দিকে তাকিয়ে রয়েছে, সেখানে তরল পানিও থাকতে পারে৷ ‘টি গার্ডেন বি' প্রাণের অস্তিত্বের সম্ভাবনাময় গ্রহের তালিকার উপর দিকে রয়েছে৷ আয়তন ও উপরিভাগের তাপমাত্রার বিচারে সেটির সঙ্গে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিল রয়েছে৷ ‘ট্রাপিস্ট ওয়ান'-এর মতো এমন সৌরজগতেরও খোঁজ পাওয়া গেছে, যেখানে পাঁচ-পাঁচটি গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে৷