World Languages, asked by mominulhaque1111, 2 months ago

শহীদের রক্তের চেয়ে জ্ঞানসাধকের কলমের কালির অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। ​

Answers

Answered by dreamrob
2

শহীদের রক্তের চেয়ে জ্ঞানসাধকের কলমের কালির অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি নিচে আলোচনা করা‌ হলো:-

  • আমাদের সমাজে বেশ কিছু জাল হাদিস প্রচলিত রয়েছে। তার মধ্যে “জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র” এটি একটি প্রমানিত জাল হাদিস।
  • এটি আল-খাতিব আল-বাগদাদি তার হিস্টোরি অব বাংলাদেশ ২/১৯৩ বইয়ে লিখেছেন।
  • এই জাল হাদিসটি ইসলামের দাওয়াতের কাজকে বাধাগ্রস্থ করে। এটি আগেকার দিনের কাপুরুষরা, যারা জিহাদে যেতে ভয় পেত, তারা প্রচার করতো, যাতে করে তারা জিহাদে অংশগ্রহণ করা থেকে পালিয়ে থাকতে পারতো।
  • কুরআনে এর সম্পূর্ণ বিপরীত বাণী রয়েছে, শারীরিকভাবে অক্ষম ছাড়া যে সব বিশ্বাসীরা ঘরে বসে থাকে, তারা কোনোভাবেই তাদের সমান নয়, যারা নিজেদের জান এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। যারা ঘরে বসে থাকে, তাদের থেকে মুজাহিদদের পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
  • যদিও তিনি সকল বিশ্বাসীদেরকেই সুন্দর প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যারা ঘরে বসে থাকে তাদের থেকে মুজাহিদদেরকে আল্লাহ অকল্পনীয় বেশি প্রতিদান দেন। (৪:৯৫) তবে মনে রাখবেন, জিহাদ মানেই “আল্লাহু আকবার” বলে অমুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়া নয়।
  • জিহাদ শব্দের অর্থ আপ্রাণ চেষ্টা করা, কোনো কিছ অর্জনের জন্য সংগ্রাম করা। যেমন, কুপ্রবৃত্তি দমনের জন্য আপ্রাণ চেষ্টা করাটা একটি জিহাদ। পরিবার, সমাজ ও দেশের অন্যায় সংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করাটাও জিহাদ।

এইজন্য ই, লেখক শহীদের রক্তের চেয়ে জ্ঞানসাধকের কলমের কালির অধিক গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন

#SPJ2

Similar questions