১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি-
(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী
Answers
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০
১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি—
(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী
১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি—
(ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা
১.৩ 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভাঃ জেমস লং
১.৪ সতীদাহ প্রথা রদ হয়—
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন—
(ক) বিজয় কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশব চন্দ্র সেন
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল—
(ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় —
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি আত্মজীবনী
Given ( দেওয়া আছে ) :
‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থ
To find ( নির্ণয় করতে হবে ) :
‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
Solution :
Step 1 of 2 :
গ্রন্থটির নাম লেখো
গ্রন্থটি হল ‘জীবনের ঝরাপাতা’
Step 2 of 2 :
সঠিক বিকল্প নির্বাচন করো
‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি আত্মজীবনী
এটি সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী
এই গ্রন্থটির রচয়িতা হলেন সরলা দেবী চৌধুরানী ।
জীবনের ঝরাপাতা’ ১৯৪৪ - ১৯৪৫ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
সুতরাং , সঠিক বিকল্প হল (ঘ) আত্মজীবনী
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
1. বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
https://brainly.in/question/20905045
শূন্যস্থান পূরণ করো :- ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের _______ ফলাফলের প্রয়োগ করা হয় ।
https://brainly.in/question/45686064
#SPJ2