পৃথিবীর সব থেকে কাছের জ্যোতিষ্কটির নাম কী ?
Answers
Answered by
0
নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম সূর্য। যদিও এর আরো অনেক নাম আছে, কিন্তু এই নামেই আমরা সবাই ওকে চিনতে পারার কথা।
পৃথিবী থেকে সূর্যের, আসলে বলা উচিৎ সূর্য থেকে পৃথিবীর গড় গড় দূরত্ব হলো প্রায় ১৫ কোটি কিলোমিটার।
সৌরজগতের অন্যান্য বস্তুগুলোর মধ্যে (তারা কেউই নক্ষত্র নয় যদিও) শুধুমাত্র চাঁদকেই আমরা সর্বক্ষন সূর্যের থেকে কম দূরত্বে পাই। বাকি সবাই বেশিরভাগ সময় সূর্যের থেকেও দূরে থাকে।
উত্তরটি ভুল হলে রিপোর্ট করবেন না, আমরা আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি}
Similar questions