শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ
বিবাহ
পত্র পরিচয়
কীয় মানিক
পাত্রীপরিচয়
কল্যানীয়বিনীছ
তা = শ্রীযুক্ত'ডগিরথ রােয়ানী
পিতা- শ্রীযুক্ত মদন রােয়া
তা= শ্রীমতী সিতা রােয়ানী
অনুষ্ঠান সূচী
গাত্র হরিদ্রা
মাতা - শ্রীমতী মালা ৱােয়
বাস = মগরাডিহ তিলাবাদ ১৯শে ফাল্গুন ১৪২৭সন(ইঃ- 08/০৩/২০২১)বৃহস্পতিবার নিবাস- রাণীপুর,হিরনপুর
শুভ বিবাহ-
জামতাড়া,ঝাড়খণ্ড
২০শে ফান ১৪২৭সন(ইং- ০৫/০৩/২০২১) শুক্রবার
পাকুড়,ঝাড়খণ্ড
প্রীতিড়ােজ
২২শে ফাল্গুন ১৪২৭সন(ইঃ ০৭/০৩/২০২১)রবিবার
সন্ধ্যা ৭ ঘটিকায়।
স্থান- নিজ বাসভবন মগৱাড়িহ তিলাবাদ,জামতাড়া,ঝাড়খণ্ড
Answers
Answer:
WoW nice and please answer show
Answer:বঙ্গীয় হিন্দু বাঙালি সমাজ আর্যদের ধর্মীয় বিবাহ প্রথার সঙ্গে এই অঞ্চলের লোকাচারকে যুক্ত করে নিজেদের মতো এক বিবাহ প্রথার প্রচলন করেছিল। যুগে যুগে তা পরিবর্তিত হয়ে চলেছে সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে। তবে সব ক্ষেত্রেই বিবাহের আচার অনুষ্ঠানের বহিরঙ্গের আড়ম্বর নির্ভর করে মানুষজনের অর্থনৈতিক ক্ষমতার উপরে। এই লেখায় আমরা সেকালের আড়ম্বর প্রধান বিবাহ অনুষ্ঠানের কিছু বিবরণ প্রকাশ করব প্রধানত মুদ্রিত উপাদান, যেমন আমন্ত্রণ পত্র, খাদ্য তালিকা, ছড়া ও বিবাহ সম্পর্কিত স্মৃতিচারণ বা সমধর্মী বিবরণ ইত্যাদির উপর ভিত্তি করে। আর সেকাল বলতে এই আলোচনায় গত শতকের শেষ ভাগ থেকে এই শতকের মধ্যভাগ পর্যন্ত সময়কালকে ধরে নিতে হবে।
সেকালের সম্পন্ন পরিবারগুলির যে কোনও অনুষ্ঠানই যে সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হত, তার বহু নিদর্শন পাওয়া যায়। পটলডাঙার বসুম
“Charu Chandra Mallik/ request the honour of company at an Evening Party at his/ residence No. 18 Radhanath Mallik’s Lane, College Square, on Tuesday, the 14th June 1881, at 9pm.
এই আমন্ত্রণ-পত্রে সরাসরি কোনও বিবাহের উল্লেখ না থাকলেও ওই পরিবারের পারিবারিক ইতিহাসের বই থেকে জানা যায় যে, ক্ষেত্রচন্দ্রের বিবাহ উপলক্ষে ১৪ জুন, মঙ্গলবার, গাত্রহরিদ্রার দিন রাত্রে অনুষ্ঠিত ওই পার্টিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি, ব্যারিস্টার এবং কলকাতার পাদরি হ্যারিসন সাহেব-সহ অনেক গণ্যমান্য ইউরোপিয়ান উপস্থিত হয়েছিলেন। এই বিষয়ে এলাহাবাদের তৎকালীন বিখ্যাত পত্রিকা ‘পাইওনিয়ার’ একটি প্রতিবেদন প্রকাশ করে এবং কলকাতার ‘ইংলিশম্যান’ পত্রিকায় পুনঃপ্রকাশিত হয়।
“The Calcutta correspondent of the pioneer has the following anent the Natch party at the house of Sreegopal Mallik and Charu Chandra Mallick of College Square:
“On Tuesday a Natch took place in honour of the marriage of a son of a well-to-do Baboo, a ceremony somewhat unusual at his time of year, I believe. This was attended by Mr. Harrison- I refer to Mr.“missionary” Harrison, as distinguished from the secretary of the Saturday Club and by another popular veteran of Calcutta Society, conspicuous for his hale appearance and general manner no less than for possessing all the youthful energy and sprightliness of a green old age. The ‘natch’, to which where invited some two hundred people including a few European ladies was rendered more attractive by the presence in the gallery of the 90th band, which played continuously….
Pioneer- 20 June 1881.”
বিবাহ উপলক্ষে পার্টি-নাচ-গানের এ রকম অনেক উদাহরণ পাওয়া যায় সেকালের বিবাহে। কলুটোলা নিবাসী যতীন্দ্রনাথ দত্ত তাঁর বিবাহ উপলক্ষে আয়োজিত পার্টিতে ও বরযাত্রী রূপে তাঁর সঙ্গী হবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এই ভাবে-
Explanation: